বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরসমূহের অফিস ও গ্যালারির সময়সূচি পরিবর্তন করে নতুন করে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর এর প্রশাসন ও সংস্থাপন শাখা কর্তৃক এক অফিস আদেশের মাধ্যমে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
২২ আগস্ট ২০২২ তারিখে জারিকৃত বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরসমূহের অফিস ও গ্যালারির সময়সূচি হলো-
অফিস সময়সূচি:
শনিবার থেকে বুধবার : সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত । ( বেলা ১.০০ টা থেকে ১.৩০ টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি )
বৃহস্পতিবার ও শুক্রবার : সাপ্তাহিক ছুটি ( অফিস ) ।
গ্যালারির সময়সূচি :
শনিবার থেকে বুধবার : সকাল ১০.৩০ টা হতে বিকাল ৪.৩০ টা পর্যন্ত ( টিকিট বিক্রি বন্ধ হবে বিকাল ৪.০০ টায় ) । শুক্রবার : বিকাল ৩.০০ টা হতে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত ( টিকিট বিক্রি বন্ধ হবে সন্ধ্যা ৬.৩০ টায় ) ।
বৃহস্পতিবার : গ্যালারি বন্ধ । বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনসমূহ ১ম শিফট সকাল ১০.৩০ টা হতে বেলা ০২.৩০ টা পর্যন্ত ভাড়া প্রদান করা যাবে । ২য় শিফট আপাতত বন্ধ থাকবে ।
প্রতিদিন অফিস সময় ১ ( এক ) ঘন্টা আগে অফিস খোলা হবে ।