১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যপর্যটনজাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে প্রবেশ টিকিটের মূল্য বৃদ্ধি

জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে প্রবেশ টিকিটের মূল্য বৃদ্ধি

জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে প্রবেশ টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। দেশি দর্শকদের জন্য প্রবেশ টিকিটের মূল্য পূর্বে ছিল ২০ টাকা, এখন তা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। শিশুদের ক্ষেত্রে পূর্বে ছিল ১০ টাকা তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে জাতীয় জাদুঘর এবং আহসান মঞ্জিলে প্রবেশের টিকিটের নতুন প্রবেশমূল্য কার্যকর করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

আদেশে উল্ল্যেখ করা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশের টিকিটের মূল্য দেশি দর্শকদের জন্য ৪০ টাকা এবং শিশু দর্শকদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হলো।

দুটি জাদুঘরেই সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা করে প্রবেশ মূল্য। তবে এ ক্ষেত্রে ফি বাড়ানো হয় নি।

 

আরও পড়ুন: সংস্কৃতির শিকড় : নুরুজ্জামান মাহদি

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments