হোম জাতীয় পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হচ্ছে না ঈদের আগে

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হচ্ছে না ঈদের আগে

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হচ্ছে না ঈদের আগে

কোরবানী ঈদের আগে পদ্মা সেতুতে  মোটরসাইকেল চালু করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা ও স্পিডগান বসবে। এগুলোর পরই হয়তো সিদ্ধান্ত নেয়া হবে বাইকের বিষয়ে। তবে ঈদের আগে মনে হয় না এটা সম্ভব হবে।

মন্ত্রিসভার এই ভার্চুয়াল বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সভাপতিত্ব করেন এবং  মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে এই সভায় যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন । এর পরের দিন ২৬ জুন থেকে সর্বসাধারণের জন্য সেতু খুলে দেওয়া হয়। তবে এদিন রাতেই সেতুতে ঘটে মোটরসাইকেল দুর্ঘটনা। এ দুর্ঘটনায় আহত দুই যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।

পরে ২৬ জুন রাতেই সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার নোটিশ জারি করে। ।

আরও পড়ুন: ক্যানসারে অভিনেতার অকাল মৃত্যু

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version