১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমশিক্ষাএসএসসি পরীক্ষা জুলাই মাসে হচ্ছে না

এসএসসি পরীক্ষা জুলাই মাসে হচ্ছে না

সারাদেশের বন্যা পরিস্থিতির বেশি উন্নতি না ঘটায় জুলাই মাসেও এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড  এর চেয়ারম্যান তপন কুমার সরকার। তিনি জানান, আমরা পরীক্ষাটি আগস্ট মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।

জানা যায়, রোববার (৩ জুলাই) আন্ত:বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ প্রসঙ্গে প্রফেসর তপন কুমার সরকার বলেন, সিলেট অঞ্চলের যে অবস্থা, সেখানে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা আয়োজনের জন্য উপযুক্ত নয়। সেই কারণে এখনই কোনো তারিখ আমরা বলতে পারছি না। তবে ঈদের পর এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গত ১৯ জুন রবিবার থেকে সারাদেশে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা শেষ হতো ৬ জুলাই। কিন্তু সিলেটসহ সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।

এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে।

দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসার কথা ছিলো।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হচ্ছে না ঈদের আগে

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments