১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যইসলাম ও জীবনবৃহস্পতিবার থেকে পবিত্র জিলকদ মাস শুরু

বৃহস্পতিবার থেকে পবিত্র জিলকদ মাস শুরু

বৃহস্পতিবার(২ জুন) থেকে ১৪৪৩  হিজরি সনের পবিত্র  জিলকদ  মাস গণনা  শুরু হবে। বাংলাদেশের আকাশে আজ কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি।। ফলে বুধবারে পবিত্র শাওয়াল  মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে ১৪৪৩ হিজরি সনের জিলকদ  মাস শুরু হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম  , ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান,  প্রধান তথ্যকর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহেনুর মিয়া, ঢাকা জেলার এডিসি কাজী হাফিজুল আমিন,  মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ ছাইফুল ইসলাম, , বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন, , বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মোঃ হেলাল কবির, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব)  বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে পহেলা জুন বুধবার পবিত্র শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৯ জ্যৈষ্ঠ ,১৪২৯ বঙ্গাব্দ, ২ জুন বৃহস্পতিবার থেকে পবিত্র জিলকদ মাস শুরু হবে।

জিলকদ মাসের পরই আরবিতে ১২ মাসের শেষ মাস জিলহজ্জ মাস। জিলহজ্জ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ্জ করতে যান। এ মাসের ৮-১০ তারিখে হজ্জ অনুষ্ঠিত হয়। জিলহজ্জ মাসের ১০ তারিখে পবিত্র ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন মুসলমানেরা

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ (২য় ধাপ)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments