২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যক্যারিয়ারগুরুত্বপূর্ণ ১২০টি বাংলা শব্দের শুদ্ধ বানান যা ঘুরেফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে

গুরুত্বপূর্ণ ১২০টি বাংলা শব্দের শুদ্ধ বানান যা ঘুরেফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে

গুরুত্বপূর্ণ ১২০টি বাংলা শব্দের শুদ্ধ বানান যা ঘুরেফিরে বিভিন্ন পরীক্ষায় আসে

মধ্যাহ্ন

সায়াহ্ন

অন্বেষণ

পূর্বাহ্ণ

অপরাহ্ণ

অভ্যন্তরীণ

নিরীক্ষণ

প্রণয়ন

প্রণিপাত

প্রবণ

কল্যাণ

নিক্কণ

মূর্ধন্য

বিপণি

বণ্টন

মনোহারিণী

রূপায়ণ

গণনা

সম্পূর্ণ

ব্যাকরণ

বক্ষমাণ

পরিবহণ

পূণ্য

অরণ্য

স্থাণু

চাণক্য

বাণী

লবণ

ধরন

শূন্য

পুরস্কার

পরিষ্কার

আবিষ্কার

কৃপণ

প্রেরণ

গ্রহণ

ধারণা

তৃণ

লক্ষণ

নিরূপণ

নির্নিমেষ

ক্রন্দন

সূদন

পুরনো

মাণিক্য

গণ

বণিক

গভর্নর

কর্নেল

প্রণয়

রোপণ

পরিমাণ

ঘণ্টা

লণ্ঠন

প্রতিযোগী

প্রতিযোগিতা

সহযোগী

সহযোগিতা

দুর্দিন

দুর্নাম

দুরবস্থা

দুর্নীতি

দুর্ভোগ

দুর্যোগ

দূরীকরণ

অদূর

দূরত্ব

দূরবীক্ষণ

দূর

দূরবর্তী

দুর্বল

দুর্জয়

দুরারোগ্য

দুরাকাঙ্ক্ষা

দুরন্ত

কার্যাবলি

শর্তাবলি

ব্যাখ্যাবলি

নিয়মাবলি

তথ্যাবলি

রচনাবলি

তিরস্কার

তেজস্ক্রিয়

নমস্কার

পুরস্কৃত

আইসক্রিম

স্টিমার

জানুয়ারি

ফেব্রুয়ারি

প্রাইমারি

মার্কশিট

গ্রেডশিট

আয়ুষ্কাল

আবিষ্কার

আয়ুষ্কর

শুষ্ক

বাধাগ্রস্ত

বিপদগ্রস্ত

ক্ষতিগ্রস্ত

হতাশাগ্রস্ত

অঞ্জলি

গীতাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি

সোনালি

রূপালি

বর্ণালি

হেঁয়ালি

খেয়ালি

মিতালি

জীবিত

জীবিকা

সজীব

নির্জীব

রাজীব

চাকরিজীবী

পেশাজীবী

আইনজীবী

ক্ষীণজীবী

অদ্ভুত

ভুতুড়ে

উদ্ভূত

ভূত

ভূতপূর্ব

বহির্ভূত

ভস্মীভূত

অভিভূত

দূরীভূত

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments