হোম বিদেশ প্রতিমা বিসর্জনকালে ৭ জনের মৃত্যু, বহু নিখোঁজ

প্রতিমা বিসর্জনকালে ৭ জনের মৃত্যু, বহু নিখোঁজ

প্রতিমা বিসর্জনকালে ৭ জনের মৃত্যু, বহু নিখোঁজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিমা বিসর্জনকালে পানিতে ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অনেকে।

পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির মালবাজার এলাকায় বুধবার রাতে মাল নদীতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষ এসেছিল। প্রতিমা বিসর্জনকালে নদীর ধারে জড়ো হয়েছিল অনেকে। প্রতিমা নিয়ে আসা ট্রাকগুলোকেও নদীর ধারে রাখা হয়েছিল। হঠাৎ আসে তীব্র জোয়ার। কিছু বুঝার আগেই নদীর পানি হু হু করে বাড়তে থাকে। পাথরে ধাক্কা খেয়ে অনেকেই পানিতে পড়ে যান। তীব্র স্রোতে ভেসে যেতে থাকে অনেকে।

প্রথমে তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর প্রকাশ করে। পরে সেই মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়ায় ৭ জনে। বিধায়ক বুলুচির বরাইক জানিয়েছেন, কতজন নিখোঁজ বোঝা যাচ্ছে না। সবরকম চেষ্টা করা হচ্ছে।

জেলাপ্রশাসক জানিয়েছেন, কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাছাড়া অনেক শিশু ও নারী নদীর ধারে দাঁড়িয়েছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তীব্র স্রোতে ভেসে গেছে অনেকে। স্থানীয়রা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। তবে রাতের অন্ধকারে কে কোথায় ভেসে গিয়েছে বোঝা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে খবর, পাহাড়ে বৃষ্টি হওয়ায় নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পায়।  রাতেই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, প্রশাসনের কর্মকর্তারা। এনডিআরএফকেও খবর দওয়া হয়েছে। প্রয়োজনে এনডিআরএফ উদ্ধারকাজে নামবে বলে খবরে প্রকাশ।

আপাতত ঐ এলাকায় বিসর্জন বন্ধ রাখা হয়েছে। গাড়িগুলোকে নদীর ধার থেকে সরিয়ে আনা হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: ছোটপর্দার তানজিন তিশা শাকিবের বিপরীতে থাকছেন না

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version