রাশিয়া থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে ইউরোপে সংযুক্ত নর্ড স্ট্রিম পাইপলাইনে আরেকটি ছিদ্র শনাক্ত হয়েছে।
সুইডিস কোস্টগার্ড বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
এ সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়ার পর বৃহস্পতিবার আরো একটি ছিদ্র শনাক্ত করা হলো।
এই বিষ্ফোরণের জন্য নাশকতার সন্দেহ করা হচ্ছে এবং এই ছিদ্র দিয়ে বিপুল পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে।
সুইডিশ কোস্টগার্ড বলেছে তারা সুইডিশ সাইডে দুইটি এবং ডেনিশ সাইডে দুইটি ছিদ্র শনাক্ত করেছে।
সুইডিশ কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেছেন, এর আগে চলতি সপ্তাহে নর্ড স্ট্রিম পাইপলাইনে তিনটি ছিদ্র শনাক্ত হয়েছে।
কর্মকর্তা বলেন, সুইডিশ পক্ষের ছিদ্র দুইটি কাছাকাছি দূরত্বে রয়েছে।
আরও পড়ুন: মাইগ্রেনের ব্যথা দূর হবে যৌন মিলনের মাধ্যমে