এশিয়া কাপে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলতে নামলেই অধিনায়ক হিসেবে মুশফিককে স্পর্শ করবেন সাকিব আল হাসান।
টি-২০ টিতে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান এখন পর্যন্ত ২২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে টস করতে নামলেই মুশফিকুর রহিমের পাশে বসবেন সাকিব আল হাসান।
শুধু ম্যাচের দিক থেকে নয়, জয়ের দিক দিয়েও মুশফিককে স্পর্শ করার সুযোগ থাকছে সাকিব আল হাসানের। কাল জিতলেই অধিনায়ক হিসেবে অষ্টম জয়ের স্বাদ পাবেন সাকিব আল হাসান।
অধিনায়ক হিসেবে ৮টি টি-২০ টিতে জয় পেয়েছিলেন মুশফিক। মুশফিকের নেতৃত্বে ১৪টি ম্যাচ হারে বাংলাদেশ এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সাকিবের নেতৃত্বেও ১৫টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
তবে টি-২০ টিতে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের। মাহমুদুল্লাহর নেতৃত্বে ৪৩টি ম্যাচের মধ্যে ১৬টিতে বাংলাদেশ দল জয়ের স্বাদ পায় । তার অধীনে বাংলাদেশ ২৬টি ম্যাচ হারে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
উল্লেখ্য এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা।
আরও পড়ুন: শ্রীলংকার বিপক্ষে ২০১৮ সালের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ