হোম অন্যান্য ইসলাম ও জীবন পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে ২১ সেপ্টেম্বর

পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে ২১ সেপ্টেম্বর

পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে ২১ সেপ্টেম্বর

আগামী ২১ সেপ্টেম্বর  বুধবার পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে। বাংলাদেশের আকাশে ২৮ আগস্ট রবিবার ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে।

সেই মোতাবেক আজ সোমবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রবিবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত  নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখার  সংবাদ পাওয়া গেছে।

এ হিসেবে ১৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,আজ থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে এবং পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে ২১ সেপ্টেম্বর।

আরও পড়ুন: আফগানিন্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বাংলাদেশ: শানাকা

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version