২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যক্যারিয়ারEnglish Grammar এর অতি গুরুত্বপূর্ণ ৭ টি নিয়ম

English Grammar এর অতি গুরুত্বপূর্ণ ৭ টি নিয়ম

English Grammar এর অতি গুরুত্বপূর্ণ ৭ টি নিয়ম, যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। নিচে English Grammar এর অতি গুরুত্বপূর্ণ ৭ টি নিয়ম উল্লেখ করা হলো-

Rule-1 : Article, Adjevtive, Determiner, Preposition এই শব্দগুলির পরে ১টি মাত্র শব্দ বসলে সেটি অবশ্যই Noun হবে। আর ২টি শব্দ বসলে প্রথমটি adjective এবং দ্বিতীয়টি Noun হবে। আর ৩টি শব্দ বসলে প্রথমটি adverb, দ্বিতীয়টি adjective এবং তৃতীয়টি noun হবে।

Example: 1.  But me no buts. এখানে no হচ্ছে determiner এবং buts হচ্ছে noun.

2. He lives in Dhaka City. এখানে in preposition এর পরে ২টি শব্দ। Dhaka হচ্ছে adjective এবং City হচ্ছে noun.

3. He is a very wise person. এখানে a একটি Article। Very হচ্ছে adverb, wise হচ্ছে adjective এবং person হচ্ছে noun.

Rule-2 : বাক্যে preposition এর পরে অন্য কোন শব্দ না থাকলে অর্থাৎ preposition এর পরে full stop থাকলে ঐ preposition টি adverb হয়।

Example : I saw him before. এখানে before হচ্ছে adverb.

Rule-3 : সাধারণ বাক্যে প্রথমে second person, পরে third person এবং শেষে first person বসে। (২৩১)

Example : You, he and I went there.

কিন্তু অপরাধমূলক বাক্যে প্রথমে first person পরে second person এবং শেষে third person বসে।(123)

Example : I, you and he are guilty.

Rule-4 : কতগুলো Transitive verb আছে যেগুলোর পরে Preposition বসেনা।

Example : Answer, Announce, Attack, Ascend, Ask, Contemplate,.Concern, Confuse, Enter, Describe, Emphasise, Investigate, Order, Meet, Request, Reach, Resemble, Resign, Violate ইত্যাদি

Example : Please _ the necessary of arriving early. Ans: emphasise

Rule-5 : Gerund, Infinitive, Each, Every, Either, Neither ইত্যাদি কোন বাক্যের Subject হলে verb singular হয়।

Example : Each boy and each girl was given prize.

Rule-6 : A number of এর পরে plural noun বসে এবং verb plural হয়। কিন্তু The number of এর পরে plural noun এবং singular verb বসে।

Example : A number of banks……computers.

Ans: use

The number of people…….very high.

Ans: was

Rule-7 : যেকোন নাম, Clause, Collective noun, Time, Distance,Dollar ইত্যাদি বাক্যের     Subject হলে verb singular হয়।

Example : * The Arabian Nights….. still a great book

Ans: is

* Physics……my favourite subject.

Ans:is

উপর্যুক্ত নিয়ম থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে বিধায় প্রতিনিয়ত চর্চার মধ্যে রেখে এগুলো আয়ত্তে রাখলে বিভিন্ন চাকরির পরীক্ষায় নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ উপন্যাস

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments