১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশচট্টগ্রামবেশি দামে ডিম বিক্রি করায় লাখ টাকা জরিমানা

বেশি দামে ডিম বিক্রি করায় লাখ টাকা জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বেশি দামে ডিম বিক্রি করায় চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের তিনটি ডিমের আড়ত ও দুইটি দোকানকে এক লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযান পরিচালনার সময় দেখতে পেয়েছি ডিমের আড়তদাররা একেকজনের কাছে একেক দামে ডিম বিক্রি করছেন। তারা ক্রেতাদের কাছে ১০০ ডিম ৯৪০ টাকা থেকে ৯৭০ টাকায় বিক্রি করছিল। এছাড়া দোকানে কোনো মূল্য তালিকা ছিল না।

তিনি আরও বলেন, আড়তদাররা যার কাছে যেমন পারছেন সেই দামেই ডিম বিক্রি করছিলেন। মূল্য তালিকা না থাকার কারণে তারা এটা করতে পারছিল।

ফলে তিনটি দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় একটি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন: আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments