হোম জাতীয় পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান, ফ্লাইট বিলম্ব

পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান, ফ্লাইট বিলম্ব

পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান, ফ্লাইট বিলম্ব

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ঘটনাটি ঘটে রোববার সকাল ৮টা ৩৯ মিনিটে।

বিমানটির গন্তব্য ছিল লন্ডন। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-২০১) সিলেটে অবতরণের সময় পাখির সাথে ধাক্কায় বিকল হয়ে যাওয়ায় বিমানটি নির্ধারিত সময়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি। এতে বিমানের ২৯৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন ।

এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৯৭ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যগামী ৮টা ৩৯ মিনিটে বার্ড হিটের ঘটনা ঘটে। এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বিমানটি সচল করতে কাজ করছে বিমানের বিশেষজ্ঞ প্রকৌশলীরা। প্লেনের যাত্রীরা অপেক্ষমাণ রয়েছেন বলেও তিনি জানান।

পাখির ধাক্কায় বিকল হয়ে যাওয়া বিমানের ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দরের বিমানের একটি সূত্র।

আরও পড়ুন: একটি অসম প্রেমের করুণ পরিসমাপ্তি

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version