২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশওয়ারেন বুফে নামে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালা বেঁচে নেই

ওয়ারেন বুফে নামে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালা বেঁচে নেই

ভারতের ওয়ারেন বুফে নামে পরিচিত ও দেশটির ৩৬তম ধনী রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। নিজের এয়ারলাইনস আকাশা এয়ারের বাণিজ্যিকভাবে উদ্বোধনের এক সপ্তাহের মাথায় চলে গেলেন পৃথিবী ছেড়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ঝুনঝুনওয়ালার কার্যালয় বিস্তারিত না জানিয়ে এএফপিকে নিশ্চিত করেছে যে, রোববার সকালে তিনি মারা গেছেন।

মুম্বাইয়ের ওয়াল ষ্ট্রীট খ্যাত এই “বিগ বুল অফ দালাল স্ট্রিট” এর ৩০ টিরও বেশী ভারতীয় ব্লুচিপ পণ্য মজুতের উল্লেখযোগ্যসংখ্যক হোল্ডিং ছিল, যার আনুমানিক মূল্য ৩.৫ বিলিয়ন ডলার।

ঝুনঝুনওয়ালা আকাশা এয়ারের আনুমানিক ৪০ শতাংশ শেয়ারের জন্য ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন।

গত রোববার আকাশার প্রথম ফ্লাইট যাত্রা করে। ওয়ারেন বুফে নামে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালা ফেব্রুয়ারিতে এক শিল্পসংক্রান্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, অনেক লোক প্রশ্ন করে, কেন আমি একটি এয়ারলাইন শুরু করেছি। তাদের উত্তর না দিয়ে, আমি বলি- আমি ব্যর্থতার জন্য প্রস্তুত, তিনি বলেছিলেন “একদম চেষ্টা না করার চেয়ে,  চেষ্টা করা এবং ব্যর্থ হওয়া ভাল।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত,আহত ৫

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments