২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমখেলাক্রিকেটটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হারারে স্পোটর্স ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের মতো এবার শেষ ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ । আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের এটি ৪০০তম ম্যাচ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ । জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা।

আগের ম্যাচ থেকে দুই পরিবর্তন হয়েছে বাংলাদেশ একাদশে। একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের। বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। এই সিরিজের অধিনায়ক রেজিস চাকাভা ও টানাকা চিভাঙ্গার জায়গায় একাদশে অন্তর্ভূক্ত হয়েছেন ক্লাইভ মাডান্ডের ও রিচার্ড এনগারাভা। ওয়ানডে অভিষেক হয়েছে মাডান্ডের। জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে : সিকান্দার রাজা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, লুক জংওয়ে, ভিক্টর নিয়ুচি, টাডিওনাশে মারুমানি, টাকুডজোয়ানাশে কাইটানো, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে ও রিচার্ড এনগারাভা।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের সূচীতে পরিবর্তন হতে পারে

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments