হোম খেলা ক্রিকেট ৫৭ রান দরকার তামিমের

৫৭ রান দরকার তামিমের

৫৭ রান দরকার তামিমের

ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এজন্য ৫৭ রান দরকার তামিমের।

আগামীকাল থেকে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে ৫৭ রান করতে পারলেই, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান পূর্ণ হবে তামিমের। ৮ হাজার রানের ক্লাবে নাম লেখানোর জন্য ৫৭ রান দরকার তামিম ইকবালের।

বর্তমানে ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরিতে ৭৯৪৩ রান করেছেন তামিম। ব্যাটিং গড়- ৩৬.৯৪।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।

২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬৬৯৭ রান করেছেন তিনি।

আরও পড়ুন: শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী হ্যান্ডবল ম্যাচ

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version