১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশবজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নীলফামারীতে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। কচুকাটা ও চাঁদেরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কচুকাটা ইউনিয়নের মাঝপাড়া এলাকার মোকছেদুল ইসলাম ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আদর্শপাড়া গ্রামের রেদওয়ানুল হক।
স্থানীয়রা জানান, দুপুরবেলা বৃষ্টির সময় মোকছেদুল চারা রোপণের জন্য জমি চাষ করছিলেন এবংরেদওয়ানুল চাঁদেরহাট এলাকায় সেচনালা তৈরি করেছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments