১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশপরকীয়া প্রেমিকের বিশেষ অঙ্গে ছুরি চালালেন নারী

পরকীয়া প্রেমিকের বিশেষ অঙ্গে ছুরি চালালেন নারী

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ধর্ষণের চেষ্টা করায় পরকীয়া প্রেমিকের বিশেষ অঙ্গে ছুরি চালিয়েছেন দুই সন্তানের মা।  ঘটনাটি ঘটে উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে।

জানা যায়, পশ্চিম পশারীবুনিয়া গ্রামের এক মুদি দোকানির সাথে দুই সন্তানের জননী ওই গৃহবধূর পরকীয়া সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি সে সম্পর্কের টানাপোড়েন চলছিল। স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর ঘরে আসেন মুদি দোকানী। তিনি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কৌশলে তিনি প্রেমিকের বিশেষ অঙ্গে ছুরি চালিয়ে আংশিক কেটে ফেলেন। এ সময় তাকে কুপিয়ে আহত করেন ওই নারী।

আহত প্রেমিকের চাচা জানান, তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই গৃহবধূ নিজেকে মামলা থেকে বাঁচাতে ভান্ডারিয়া থানায় মামলা দায়েরের জন্য চেষ্টা চালাচ্ছেন।

ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফারুক আলম জানান, ওই গৃহবধূর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments