চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রথম কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমার কাহিনী নির্মিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।
সিনেমায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।
অপু বিশ্বাস বললেন, অবশেষে আমার অভিনীত কলকাতার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। সিনেমার গল্পে বাংলাদেশের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সবকিছু মিলিয়ে দারুণ একটা কিছু হবে বলে আমার বিশ্বাস।
অপু বিশ্বাসের প্রথম কলকাতার সিনেমা মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
আরও পড়ুন: কক্সবাজারে উন্মুক্ত হবে ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেলার