হোম টেক 5G চালু করলো গ্রামীণফোন

5G চালু করলো গ্রামীণফোন

5G চালু করলো গ্রামীণফোন

গ্রামীণফোন দেশে ৫ম প্রজন্মের নেটওয়ার্ক 5G চালু করলো । ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালু করার মাধ্যমে অপারেটরটি 5G দুনিয়ায় যাত্রা শুরু করলো।

মঙ্গলবার দেশের দুটি বিভাগের কয়েকটি নির্দিষ্ট স্পটে 5G সেবা চালু করলো অপারেটরটি। গ্রামীণফোন বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রামীণফোন সূত্রে জানা যায়, গ্রাহকের 5G সমর্থিত মোবাইল ফোনে গ্রামীণফোন 5G ব্যবহার করা যাবে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে গ্রামীণফোন ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

গত বছরের ১২ ডিসেম্বর মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশের কয়েকটি জায়গায় (স্পটে) 5G সেবা  চালু করে। পরীক্ষামূলকভাবে দেশের ৬টি জায়গায় (স্পটে) 5G চালু করে অপারেটরটি।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version