১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়আমন চারা রোপণ করছেন কৃষকরা

আমন চারা রোপণ করছেন কৃষকরা

গত দুদিনের বৃষ্টিতে মহা ধূমধামে জয়পুরহাট জেলার কৃষকরা। রোপা আমন ধানের চারা রোপণ শুরু করেছেন।খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ মৌসুমে  ৬৯ হাজার ৭০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২২-২৩ মৌসুমে ৬৯ হাজার ৭০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬৩ হাজার  ৬০০ হেক্টর, হাইব্রিড জাতের ৫ হাজার  ও স্থানীয় জাতের রয়েছে এক হাজার ১০০ হেক্টর।

এতে  উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩  লাখ মেট্রিক টন চাল। গত দুদিনে জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতেই কৃষকরা মহা ধুমধামে শুরু করেছেন আমন ধানের চারা রোপণ কার্যক্রম।

কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী আষাঢ় মাস শেষ হলেও  আশানুরুপ বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন চাষে কিছুটা সমস্যায় পড়তে হয় জেলার কৃষকদের । কারণ রোপা আমন ধানের চারার বয়স বেশি হলে সেই চারা রোপণে ভালো ফলন পাওয়া যাবেনা।

সময় মতো আমন ধানের চারা রোপণ করার স্বার্থে বৃষ্টির পানি না থাকলেও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তত্বাবধানে গভীর নলকূপের সাহায্যে  সেচ প্রদানের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ করেন কৃষকরা।

জুন মাসের মাঝামাঝি থেকে টুকটাক চারা রোপণ শুরু হলেও  বৃষ্টি আশানুরুপ না হওয়ায় তা খিছুটা থেমে যায়। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ  থেকে  জেলার কৃষকরা আমনের চারা রোপণ কার্যক্রম পুরোদমে শুরু করে।

দুদিনের বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় বর্তমানে চারা রোপণে কোন সমস্যা নেই। ইতোমধ্যে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে  বলেও  জানান,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।

কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০২২-২৩ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে এবার ৪ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।

এবার  বোরো’র বাম্পার ফলনের পরে  জেলার কৃষকরা বর্তমানে রোপা আমন ধানের চারা রোপণে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বলে জানায় কৃষি বিভাগ।

আরও পড়ুন: কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে বিরাট ভূমিকা রেখেছিল : পররাষ্ট্রমন্ত্রী

নেতৃত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক সোহান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon