১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমখেলাক্রিকেটটি-টোয়েন্টির নতুন অধিনায়ক সোহান

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সোহান

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার (২২ জুলাই) বিকেলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে অধিনায়কত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্রামে পাঠানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকে।

শুক্রবার (২২ জুলাই) সোহানকে অধিনায়ক করা ও মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবদের বিশ্রামে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ম অধিনায়ক হতে যাচ্ছেন সোহান।

নুরুল হাসান সোহান এখন পর্যন্ত ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার রান তোলার গড় ১২.৯০ আর স্ট্রাইকরেট ১১১.৯৮।

বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বৈঠক করেন জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক।

এ সময় মাহমুদউল্লাহ রিয়াদকে তারা বিশ্রামের কথা জানান এবং জিম্বাবুয়ে সফরে টি-২০ দলের অধিনায়ক হিসেবে সোহানকে নির্বাচিত করেন।

আরও পড়ুন: পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু ৯৯৯ টাকায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon