২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিনোদনশাহরুখ ও সালমান জুটি বাঁধছেন আদিত্য চোপড়ার সিনেমায়

শাহরুখ ও সালমান জুটি বাঁধছেন আদিত্য চোপড়ার সিনেমায়

বলিউড পরিচালক আদিত্য চোপড়ার সিনেমায় ২৭ বছর পর আবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান।

আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ খান এবং সালমান খান দুজনকেই দর্শকরা আগে দেখেছে বিভিন্ন সিনেমায়। বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সর্বশেষ দর্শক শাহরুখ ও সালমানকে একসঙ্গে দেখেছিল‘করণ অর্জুন সিনেমায় ১৯৯৫ সালে। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শুটিং।

এ বছর শাহরুখের দুটি সিনেমা মুক্তি পাবে। সালমান-ক্যাটরিনা জুটির টাইগার ৩ মুক্তি পাবে এ বছরই। টাইগার ৩ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে শাহরুখ খানকে দেখা যাবে । অন্যদিকে থাকছে চমক শাহরুখের পাঠান সিনেমায়।

আরও পড়ুন: ক্যানসারে অভিনেতার অকাল মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments