বলিউড পরিচালক আদিত্য চোপড়ার সিনেমায় ২৭ বছর পর আবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান।
আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ খান এবং সালমান খান দুজনকেই দর্শকরা আগে দেখেছে বিভিন্ন সিনেমায়। বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সর্বশেষ দর্শক শাহরুখ ও সালমানকে একসঙ্গে দেখেছিল‘করণ অর্জুন সিনেমায় ১৯৯৫ সালে। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শুটিং।
এ বছর শাহরুখের দুটি সিনেমা মুক্তি পাবে। সালমান-ক্যাটরিনা জুটির টাইগার ৩ মুক্তি পাবে এ বছরই। টাইগার ৩ সিনেমায় অতিথি শিল্পী হিসেবে শাহরুখ খানকে দেখা যাবে । অন্যদিকে থাকছে চমক শাহরুখের পাঠান সিনেমায়।
আরও পড়ুন: ক্যানসারে অভিনেতার অকাল মৃত্যু