২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমসব খবরডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬ জন নতুন রোগী  ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৩ জন এবং ঢাকার বাইরে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে ।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩৯ জন এবং অন্যান্য বিভাগে ১৩ জন রোগী রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ২৮৪ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ১৩১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কালনা সেতু সেপ্টেম্বরে চালু হচ্ছে

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments