১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশঢাকামা ও ছেলেকে গলাকেটে হত্যা

মা ও ছেলেকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দি গ্রামে মা ও ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

২ জুলাই (শনিবার) রাতে উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজিয়া সুলতানা ও তার ছেলে তালহা। নিহত রাজিয়া উজান গোবিন্দি গ্রামের আউয়াল এর স্ত্রী। আউয়াল চার বছর আগে মারা গেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। অনুমান করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments