৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিনোদনচলচ্চিত্রবাঁধন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন

বাঁধন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন

সম্প্রতি স্পেনে  ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এর ৩৭তম আসরে প্রদর্শিত হয় আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ চলচিত্রটি। সেখানে রেহানা মরিয়ম নূর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে এবং বাঁধন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন।

শনিবার উৎসবটির সমাপনীর দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। রেহানা মরিয়ম নূর সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য বাঁধন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন।

এর আগেও বাঁধন একাধিক পুরস্কার পেয়েছেন‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য।

রেহানা নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া ও বাংলাদেশের এহসানুল হক বাবু।

রেহানা মরিয়ম নূর সিনেমায় বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী।

২০২১ সালের ১২ নভেম্বর রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি  বাংলাদেশের প্রেক্ষাগৃহসমূহে মুক্তি পায়।

রেহানা মরিয়ম নূর সিনেমাটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল। কানেও প্রশংসা পেয়েছিল সিনেমাটি।

আরও পড়ুন: ক্যানসারে অভিনেতার অকাল মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments