১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশএশিয়াভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৭ হাজার ৯২ জন

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৭ হাজার ৯২ জন

ভারতে গত একদিনে নতুন করে ১৭ হজার ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ৩শ’ ২৬ জন। চিকিৎসাধীন রোগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৫৬৮ জন।

গত একদিনে নতুন করে ২৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ১৬৮জন।

আজ সকাল ৮টায় ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।

মৃত ২৯ জনের মধ্যে কেরালায় ১৫, মহারাষ্ট্রে ৪, দিল্লীতে ৩, পাঞ্জাবে ২ এবং ছত্তিশগড়, বিহার গুজরাট, কর্নাটক ও রাজস্থানে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্টে বলা হয়, মোট আক্রান্তের ০.২৫ শতাংশ চিকিৎসা নিয়েছে। সুস্থ্যতার হার ৯৮.৫৪ শতাংশ।

২৪ ঘন্টায় চিকিৎসা নেয়া রোগির সংখ্যা বেড়েছে ২ হাজার ৩৭৯ জন।

স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১৭ হাজার ৯২ জন; যা কোভিড-১৯ পরীক্ষা বিবেচনায় পজেটিভ হার ছিল ৪.১৪ শতাংশ। সাপ্তাহিক হিসেবে এই হার ছিল ৩.৫৬ শতাংশ।

দেশব্যাপী প্রায় ১৯৭ কোটি ৮৪ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে ভারতে কোভিড-১৯ সংক্রমণ ২০ লাখ ছাড়িয়ে যায় ২০২০ সালের ৭ আগস্ট, ৩০ লাখ অতিক্রম করে ২৩ আগস্ট, ৪০ লাখ অতিক্রম করে ৫ সেপ্টেম্বর, ৫০ লাখ ছাড়ায় ১৬ সেপ্টেম্বর। ৬০ লাখ ছাড়ায় ২৮ সেপ্টেম্বর, ৭০ লাখ ছাড়ায় ১১ অক্টোবর, ৮০ লাখ ছাড়ায় ২৯ অক্টোবর, ৯০ লাখ ২০ নভেম্বর, ১ কোটি ছাড়ায় ১৯ ডিসেম্বর ২০২০।

দেশটিতে কোভিড আক্রান্ত ২০২১ সালের ৪ মে ২ কোটি, ২৩ জুন ৩ কোটি এবং চলতি বছরের ২৫ জানুয়ারি ৪ কোটি ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: শাক-সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ দশের তালিকায় বাংলাদেশ : কৃষিমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments