হোম অন্যান্য ক্যারিয়ার ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি নভেম্বরে

৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি নভেম্বরে

৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি নভেম্বরে

সরকারি চাকরিপ্রার্থীরা এ বছর নতুন একটি বিসিএস বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন। এটি হবে ৪৫তম সাধারণ বিসিএস। চাকরিপ্রার্থীদের বয়স বিবেচনায় আগামী নভেম্বরে ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে পদের সংখ্যা এখনই বিস্তারিত জানানো হয়নি। পদের সংখ্যা বাড়াতে শেষ সময় পর্যন্ত চেষ্টা করা হবে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বিভাগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, এক বছর আগে ৪৪তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সে আলোকে এক বছর বিরতি দিয়ে ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা চলছে। নভেম্বরের যেকোনো সময়ে প্রকাশিত হতে পারে

সর্বশেষ ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছিল। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ৩০ ডিসেম্বর থেকে। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৭৬ হাজার ৭৬০ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।৪৪তম বিসিএসের ফল প্রকাশিত হয় ২২ জুন বিকেলে। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

আরও পড়ুন: জিলহজ মাসের প্রথম দশদিনের ১০ টি আমল

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version