হোম খেলা ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী আট চিকিৎসক আদালতের কাঠগড়ায়

ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী আট চিকিৎসক আদালতের কাঠগড়ায়

ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী আট চিকিৎসক আদালতের কাঠগড়ায়

চিকিৎসকদের অবহেলার কারণে আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করেছে দেশটির একটি আদালত। ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী আট চিকিৎসক আদালতের কাঠগড়ায়।

চিকিৎকদের অবহেলার কারণে ম্যারডোনা মারা গেছেন  বলে  গতকাল প্রকাশিত একটি  আদালতের  রায়ে বলা হয়েছে। এজন্য আট চিকিৎসকের বিরুদ্ধে আনা হয়েছে অপরাধমুলক অবহেলার অভিযোগ। যাদের বিচারের সম্মুখীন হতে হবে।

২০২০ সালে ম্যরাডোনার মৃত্যুর জন্য দায়ী এই আটজনের বিচারের তারিখ এখনো নির্ধারন হয়নি। ভাগ্যের কাছে সপে দিয়ে ম্যারাডোনাকে হাসপাতালে পাঠানোর দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে মাথায় রক্তের জমাট বাঁধার কারণে ব্রেইন সার্জারি করা হয় ম্যারাডোনাকে। সফলতার সঙ্গে ঐ অস্ত্রোপচপার সম্পাদিত হয় এবং সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। কিন্তু এরপর ২০২০ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬০ বছর বয়সি ফুটবল যাদুকর।

আরও পড়ুন: সিলেটে ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version