১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়সিলেটে ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু

সিলেটে ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু

সিলেটে ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। তেলিখাল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা আরোহী মা ও ছেলে এবং চালকসহ ৫ জন আহত হন।

হাসপাতালে নেওয়ার পর মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সিলেটে ট্রাক চাপায় আহত অন্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, আটক করা হয়েছে ঘাতক ট্রাক। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে পানি নামলেও তেলিখালে একটি সেতু ভেঙে যাওয়ার জন্য যান চলাচল শুরু করা যায়নি। সেতুটি মেরামত করার পর বৃহস্পতিবার থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।

আরও পড়ুন: প্রাক-প্রাথমিকে শিক্ষার মেয়াদ দুই বছর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments