২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশআমেরিকাঅক্ষত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

অক্ষত আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছেন। তবে এতে তিনি আহত হননি। সুস্থ আছেন। সাইকেল থেকে পড়ে গিয়েও অক্ষত আছেন তিনি।

আর ওইদিনই পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।

বার্তা সংস্থা এএফপির বলছে, ছুটির মেজাজে থাকা বাইডেন স্ত্রী জিল বাইডেনের সঙ্গে দেলাওয়ারের নিজের বাড়ির নিকটে একটি সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। আর এ সময়েই ঘটে বিপত্তি। হঠাৎ সাইকেল থেকে পড়ে যান তিনি।

একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল থেকে পড়ে গিয়ে সাথে সাথেই উঠে দাঁড়ান এবং বলেন, আমি ভালো আছি।

সাইকেল চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামেন জো বাইডেন। সেই সময় তিনি পড়ে যান। সেখানে সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন এবং সাংবাদিক। এ সময় ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে বলেন, আমি ঠিক আছি।

সেখানে উপস্থিত থাকা শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিকদের বাইডেন বলেন, সাইকেলের ক্লিপ থেকে এক পা বের করার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি।

এদিকে প্রেসিডেন্টের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাইকেল থেকে পড়ে গিয়েও অক্ষত আছেন মার্কিন প্রেসিডেন্ট। শরীরে কোনো আঘাত পাননি এবং শরীরে কোনো জখম হয়নি তাই কোন মেডিকেল পরীক্ষার দরকার নেই। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, বাকি ক’দিন তিনি পরিবারের সঙ্গে কাটাবেন।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই পোষা কুকুরের সাথে খেলতে গিয়ে বাইডেনের পা ভেঙেছিল।

এর ঠিক এক বছর পর ২০২১ সালের নভেম্বরে তার ডাক্তার জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ এই প্রেসিডেন্টের স্বাস্থ্য সকলের মনোযোগের কেন্দ্রে থাকে। বিশেষ করে আগামী ২০২৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদে লড়বেন কিনা এ নিয়ে ব্যাপক জল্পনা রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামি এনামুল হক গ্রেফত

নয়াদিল্লীতে ৭ম বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক আজ

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments