২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বন্যা হবে সেই সতর্কতা আছে। কিন্তু কী অবস্থায় যাবে বা বন্যা কতটুকু বিস্তৃত হবে, সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনো দেয়নি।

রোববার (১৯ জুন) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা বলেন। রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর এবং অবৈধ দখলমুক্ত করার সুফল মিলছে। ঢাকার জলাবদ্ধতাও কমেছে। ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে এরই মধ্যে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সিটি খালের সাড়ে ছয় একর জমি ও উত্তর সিটি ২৫ একর জায়গা দখলমুক্ত করেছে।

তিনি বলেন ,সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরে যেতে কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরে যেতে কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। এতে পানি সহজে নেমে যাচ্ছে। প্রয়োজনে আরো রাস্তা কেটে ফেলা হবে।

আরও পড়ুন: এবার ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাও বন্যায় প্লাবিত

বিদ্যুৎহীন সিলেট ও সুনামগঞ্জ, অন্ধকারে বানভাসি মানুষ

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments