হোম খেলা ক্রিকেট প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে খুশি বাংলাদেশ দল

প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে খুশি বাংলাদেশ দল

প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে খুশি বাংলাদেশ দল
Photo UNB

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে আগে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ শেষ করলো টাইগাররা। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে খুশি বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন দলের ডান-হাতি পেসার এবাদত হোসেন।

গতরাতে প্রস্তুতি ম্যাচ শেষে এবাদত বলেন, প্রস্তুতি ম্যাচে পারফরমেন্স ভালো হয়েছে। প্রস্তুতি ম্যাচটি আমরা উপভোগ করেছি।

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ওপেনার তামিম ইকবাল অপরাজিত ১৬২ রান করেন। ২৮৭ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তামিম। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৫৪ রান করেন।

ফলে ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। তবে ব্যাট হাতে ব্যর্থ হন মোমিনুল হক। প্রথম ইনিংসে শুন্য হাতে ফিরেন তিনি। ওপেনার মাহমুদুল হাসান জয়ও শুন্য হাতে বিদায় নেন। আর লিটন দাস করেন ৪ রান।

অপরদিকে ৮ উইকেটে ৩৫৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। প্রথম ইনিংস থেকে ৪৯ রানের লিড পায় স্বাগতিকরা।

ব্যাটারদের পরীক্ষা শেষে প্রথম ইনিংসে বল হাতে ৩টি করে উইকেট নেন বাংলাদেশের দুই ওপেনার এবাদত ও মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় দিনই ৩ উইকেট নিয়েছিলেন এবাদত। তবে তৃতীয় দিন মাঠে নামেন ফিজ। দ্বিতীয় দিন দলের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ডের সাথে ডিউক বল নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেন মুস্তাফিজ। সেই ক্লাস কতটুকু কাজে দিয়েছে, সেটি বুঝতে তৃতীয় দিন মাঠে নেমেই চমক দেখান ফিজ। প্রথম ওভারেই ২ উইকেট নেন মুস্তাফিজ। পরে আরও ১টি উইকেট নেন তিনি।

প্রতিপক্ষের ব্যাটিং শেষে দ্বিতীয় ইনিংসে ২০ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। ওপেনার হিসেবে এবার নেমে ৪ রানের বেশি করতে পারেননি সদ্যই টেস্টে সাবেক অধিনায়ক হওয়া মোমিনুল। তবে  মেহেদি হাসান মিরাজ ৩২ ও মাহমুদুল হাসান জয় ৯ রানে অপরাজিত থাকেন। ১ উইকেটে ৪৭ রান তুলে বাংলাদেশ। এতে নিষ্প্রান ড্র হয় ম্যাচটি।

তবে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে খুশি বাংলাদেশের পেসার এবাদত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিওতে এবাদত বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা তিনদিনের একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম। প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমাদের ব্যাটাররা খুব ভালো করেছে। তামিম ভাই দেড়শ করেছেন, শান্ত পঞ্চাশ রান করেছে। আমাদের ব্যাটিং অর্ডারে সবাই ভালো করেছে।’

বোলারদের পারফরমেন্স সম্পর্কে এবাদত বলেন, ‘বোলিংয়ে আমরা সবাই ভালো করেছি। ভালো শুরু হয়েছে। মুস্তাফিজ আজ (রোববার) জয়েন করেছে। প্রথম ওভারে দুই উইকেট, পাঁচ ওভারে ৩ উইকেট পেয়েছে সে। এই তিনদিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’

আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আরও পড়ুন:
রান্নায় অতিরিক্ত লবণ কমানোর কয়েকটি টিপস
জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৫ জুন

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version