২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিদেশইউরোপইউক্রেনের সেভরোদনেৎস্কে চলছে প্রচন্ড লড়াই

ইউক্রেনের সেভরোদনেৎস্কে চলছে প্রচন্ড লড়াই

রাশিয়ার সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইইউ’র সরবরাহ করা অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে এবং সেভরোদনেৎস্কে চলছে প্রচন্ড লড়াই।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের প্রচন্ডতা আরও বেড়ে গেছে। দেশটির শীর্ষ কমান্ডার বলেছেন, সেখানকার ভূমি ‘রক্তে ঢেকে গেছে।’ খবর এএফপি’র

আঞ্চলিক গভর্নর জানান, চরৎকিভ শহরে হামলায় ২২ জন আহত হয়েছে। তুলনামূলকভাবে শান্ত ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এটি ছিল রাশিয়ার একটি বিরল হামলার ঘটনা।

আঞ্চলিক গভর্নর সার্গি গইদে জানান, রুশ সৈন্যরা ইউক্রেনের সেভরোদনেৎস্কে দ্বিতীয় আরেকটি সেতু ধ্বংস করে ফেলার পর নগরীর যুদ্ধ পরিস্থিতির ‘একেবারে জটিল আকার’ ধারণ করেছে এবং সেখানে প্রচণ্ড লড়াই চলছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর সেখানে কয়েক হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন:
ইউক্রেনের খারকিভে রাশিয়া যুদ্ধাপরাধ করছে : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে এ বছরই
মাঙ্কিপক্স আক্রান্ত এক হাজার ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়স নির্ধারণ করে দিল শিক্ষা বোর্ড

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments