২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়স্বর্ণের দাম কমলো ভরিতে প্রায় ৩০০০ টাকা

স্বর্ণের দাম কমলো ভরিতে প্রায় ৩০০০ টাকা

স্বর্ণের দাম টানা কয়েক দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার মূল্য ভরিতে কমলো ২ হাজার ৯১৬ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও ভরিতে ২ হাজার ৯১৬ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বৃহস্পতিবার (২৬ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অতীতের সব রেকর্ড ভেঙে এক সপ্তাহ আগে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। এক সপ্তাহের ব্যবধানে যা এবার প্রতি ভরিতে কমলো ২ হাজার ৯১৬ টাকা।

এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এবার ২ হাজার ৯১৬ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটি আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে।
Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments