ইউক্রেন ইস্যুতে যখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত, তখন এক সেনা সদস্যের গুলিতে দেশটির নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহতের খবর পাওয়া গেল। বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় ইউক্রেনে আরও পাঁচজন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
বিবৃতিতে বলা হয়, দিনিপারো শহরের পিভদেনমাশ মিসাইল কারখানায় বৃহস্পতিবার ভোরে ন্যাশনাল গার্ডের ওই সৈন্য কারখানার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত-আরও পাঁচজন।
পালিয়ে যাওয়া ওই সৈন্যের সন্ধান করছে পুলিশ। বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ কর্মকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা যায়নি। ঘটনার তদন্তের জন্য ন্যাশনাল গার্ডের এক কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যই এ হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা চলছে।