২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে : শিক্ষামন্ত্রী

১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে : শিক্ষামন্ত্রী

আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানেিয়ছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

আজ রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠানে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আগত শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা তাদের শরীরের তাপমাত্রা পরিমাপসহ হ্যান্ড স্যানিটাইজের বিষয়ে নজর দিবেন। অন্যদিকে, কোন শিক্ষার্থীর বাড়িতে করোনা সংক্রামণের রোগী  থাকলে তাকে  শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আরও পড়ুন :

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments