১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমখেলাক্রিকেটআইপিএল: কলকাতায় সাকিব, মুস্তাফিজ রাজস্থানে

আইপিএল: কলকাতায় সাকিব, মুস্তাফিজ রাজস্থানে

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম আসরে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতায় এবং পেসার মুস্তাফিজুর রহমান (মুস্তাফিজ) খেলবেন রাজস্থানের হয়ে।

৩ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়ালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ১ কোটি রুপিতে কিনে নিলো রাজস্থান রয়্যালস

চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে দল পান সাকিব ও মুস্তাফিজ।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে ছিলেন সাকিব। ১ কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন মুস্তাফিজ।

কলকাতা নাইট রাইডার্স দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু হয় সাকিবের। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা

এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আগামী আসরের জন্য নিলামের নাম উঠে সাকিবের

আজ নিলামে সাকিবকে প্রথম ডাকে বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা। এরপর সেই লড়াইয়ে যোগ দেন আরেক বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস

সাকিবকে দলে নেয়ার জন্য বেশ কিছুক্ষণ লড়াই করেন কলকাতাপাঞ্জাব। শেষ পর্যন্ত নাছোড়বান্দা কলকাতারই জয় হয়। পুরনো যোদ্ধা সাকিবকে দলে নেয় তারা।

এদিকে, সাকিবকে নিয়ে টানাটানি হলেও, ভিত্তিমূল্যতেই বিক্রি হন কাটার মাস্টার মুস্তাফিজ। প্রথমবারের মতো মুস্তাফিজকে দলে নিলো রাজস্থান

শেষ পর্যন্ত আইপিএল এর ১৪তম আসরে সাকিব আল হাসানের ঠাঁই হয় কলকাতায় এবং রাজস্থানে ঠাঁই হয় মুস্তাফিজ-এর।

এর আগে আইপিএলে দু’টি দলে খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে প্রথম হায়দরাবাদ এবং ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পান তিনি।

২০১৬ আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

আসরে শিরোপাও জিতেছিলো হায়দরাবাদ। দলকে শিরোপা এনে দিতে অবদান রাখায় আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন মুস্তাফিজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments

Mastodon Mastodon