২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমঅন্যান্যকৃষিআইবাস++ সফটওয়্যারের মাধ্যমে ইএফটি কার্যক্রম শুরু করলো বিএডিসি

আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে ইএফটি কার্যক্রম শুরু করলো বিএডিসি

বিএডিসিই দেশে প্রথম কর্পোরেশন যারা আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে ইএফটি কার্যক্রম শুরু করলো

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)তে অর্থ মন্ত্রণালয়েইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম (আইবাস++) সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিএডিসি’র সদর দপ্তরস্থ কৃষি ভবনের সেমিনার কক্ষে বিএডিসি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে সংস্থার চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের আওতায় বিএডিসিতে এ কার্যক্রম চালু হয়।

বিএডিসির ইএফটি কার্যক্রম
বিএডিসির ইএফটি কার্যক্রম উদ্বোধন

বিএডিসি‘র জনসংযোগ কর্মকর্তা মোঃ জুলফিকার আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থার চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম কর্মকর্তা/কর্মচারিদের বেতন-ভাতা ও পরিচালনা ব্যয়ের অর্থ বিএডিসি’র নামে খোলা পার্সোনাল লেজার একাউন্ট (পিএল-এ/সি) হতে ইএফটি’র মাধ্যমে সুবিধাভোগীর ব্যাংক হিসাবে স্থানান্তর কার্যক্রম চালু করেন। বিএডিসি’র সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত দায়িত্ব- সদস্য পরিচালক (অর্থ) ড. এ কে এম মনিরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান বলেন, আইবাস ++ এর মাধ্যমে ইএফটিতে প্রবেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একটি ধাপ। বাংলাদেশের কর্পোরেশনগুলোর মধ্যে সবার আগে আইবাস++ এ যুক্ত হলো বিএডিসি

বিএডিসি মহামারি করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদনের পাশাপাশি এই ক্ষেত্রেও পথিকৃৎ হিসেবে রয়েছে। এতে বেতন-ভাতা প্রাপ্তি সহজ হবে। বিএডিসির চেয়ারম্যান এ কাজে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই একযোগে কাজ করবো। আইবাস++ এর ব্যবহারে দুর্নীতিও অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মোঃ আরিফ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, প্রোগ্রাম এক্সিকিউটিভ এন্ড কো-অর্ডিনেটর (এসপিএফএমএস) বিলকিস জাহান রিমি এবং বিএডিসি’র সচিব মোঃ আনোয়ার ইমাম। এছাড়াও বিএডিসি’র সকল বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন, হিসাব নিয়ন্ত্রক।

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments