দেশে গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড ১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। তাছাড়া নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৪১৪ জন।
গতকালের চেয়ে আজ মৃত্যুবরণ করেছেন ৮ জন কম। গতকাল মৃত্যুবরণ করেছিলেন ১৫ জন। এখন পর্যন্ত দেশে করোনা (কোভিড ১৯) ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৪ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৫৪ জনের দেহে। গতকালের চেয়ে সনাক্ত ৫৫ জন কম।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪১৪ জন। গতকালের চেয়ে আজ ১৯৭ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৯ শতাংশ।