২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমএক্সক্লুসিভচট্টগ্রাম সিটি মেয়র হলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি মেয়র হলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী

ভোটের ব্যবধান তিন লাখের বেশি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো ২২ শতাংশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান নৌকা প্রতীকের রেজাউল করিম চৌধুরীকে বেসরকারিভাবে জয়যুক্ত ঘোষণা করেন। মোট ৭৩৫ কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। বাকি দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচনে ভোট পড়েছে ৪ লাখ ৩৫ হাজার ৪৯০টি। বাতিল হয়েছে ১ হাজার ৫৩টি।

মেয়র পদের অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৮০ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর আম প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট ও স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮৫ ভোট।

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments