২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিনোদনচলচ্চিত্রCSS – tool-tip, acronym-এর দৃষ্টিনন্দন বিকল্প

CSS – tool-tip, acronym-এর দৃষ্টিনন্দন বিকল্প

ব্রোঞ্চযুগের শহর ট্রয়। খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দের পরের কথা। ট্রয়ের দুই রাজপুত্র, স্পার্টার (প্রাচীণ গ্রিসের শহর) রাজার সাথে একটি শান্তিচুক্তিতে আবদ্ধ হন। কিন্তু ট্রয়ের ছোট রাজপুত্র প্যারিস, স্পার্টার রাজার স্ত্রী হেলেন-কে ভালোবেসে ফেলেন আর ফিরতি পথে সাথে করে নিয়ে আসেন। এতে স্বাভাবিকভাবেই শান্তিচুক্তি ভেঙ্গে যায় আর ট্রয়ের রাজপুত্রের এই কাজকে পুরো গ্রিসের বিরুদ্ধে আঘাত হিসেবে দেখা হয়। পুরো গ্রিস মিলে আঘাত হানে ট্রয়ে। অনেকেই এই যুদ্ধকে বলেন “হেলেনের জন্য যুদ্ধ”। আমরা এখন কম্পিউটার বিজ্ঞানে “ট্রোযান হর্স” (Trojan Horse) বলে যে টার্মটা শুনি, তা এসেছে এই ট্রয়ের যুদ্ধ থেকে। বাকিটা মুভিতেই দেখা যাবে, আমি আর বলছি না।

এই চলচ্চিত্রের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল এর ডায়লগ (চরিত্রের মুখের ভাষ্য)। প্রতিটা ডায়লগ এতো নিখুঁত যে আপনার মন ছুঁয়ে যাবেই। শুধু এই ডায়লগগুলো দেখার জন্য এই মুভিটা আমি সাবটাইটেলসহ দেখতে উৎসাহিত করবো। হলিউডের মুভিতে বিশাল সেট, ঐতিহাসিক বড় পরিসরের যুদ্ধ – এগুলো যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায়, তা আর নতুন করে বলার কিছুই নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments