২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।

Bengali Lorem Ipsum

চারিদিকে করোনাভাইরাস-এর (SARS-CoV-2) আতঙ্ক, সবাই ঘরে বন্দী। অনেকেই এসময় বসে বসে মুভি দেখছেন। তাই এই তালিকাটা প্রকাশের সিদ্ধান্ত নিলাম।

এযাবৎ যতগুলো চলচ্চিত্র দেখেছি, তার মধ্যে সত্য ঘটনার উপর নির্মিত, সত্য ঘটনাশ্রয়ী কিংবা সত্য ঘটনায় অনুপ্রাণিত চলচ্চিত্রগুলো আমার সবচেয়ে প্রিয়। কারণ অন্যান্য চলচ্চিত্র দেখার পর এজাতীয় চলচ্চিত্রগুলো দেখলে আপনি নিজেই আলাদা করতে পারবেন, কতটা বাস্তব প্রতিটা দৃশ্য ― অবাস্তব ঘটনাক্রম আর ধুমধাম, ধুশধাশ-এর আতিশায্য থাকে না। বলে রাখা ভালো, আমি শুধু চলচ্চিত্র দেখিই না, আমি 

কথা না বাড়িয়ে চলুন চলচ্চিত্রগুলোর নাম জানা যাক। এখানে ১, ২, ৩, … ইত্যাদি ভালোলাগার কোনো ক্রম নেই, শ্রেফ একটা তালিকা বলা যায়। চলচ্চিত্র সম্বন্ধে জানার সুবিধার্থে ইন্টারনেট মুভি ডাটাবেযে (IMDb) লিংক দিয়েছি, সেখানকার পপুলারিটি কিংবা রেটিং আমার বিবেচ্য বিষয় নয়। আমি শ্রেফ আমার ভালোলাগার স্থান থেকে তালিকা তৈরি করেছি।

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments