হোম Uncategorized গিটহাবে স্ট্যাটিক ডেমো সাইট বানানোর কৌশল

গিটহাবে স্ট্যাটিক ডেমো সাইট বানানোর কৌশল

আপনি HTML, CSS, JavaScript দিয়ে একটা অপূর্ব কাজ করে ফেলেছেন। সেটা ছড়িয়ে দেবার জন্য Github-এ একটা রেপোযিটরিও করে ফেলেছেন এবং সেখানে আপলোডও করে দিয়েছেন। লোকজন এখন চাইলেই আপনার রোপোযিটরিটা ফর্ক করতে পারছেন, ক্লোন করতে পারছেন, ডাউনলোডও করতে পারছেন। কিন্তু একটা ব্যাপারে ঠিক মন ভরছে না – যদি কাজটার একটা ডেমো দেখানো যেত অনলাইনেই? তাহলে তো সোনায় সোহাগা হতো।

আমরা এখানে জানবো: কিভাবে গিটহাবে একটা স্ট্যাটিক ডেমো সাইট তৈরি করা যায়।

একটু বলে রাখি, বারবার স্ট্যাটিক সাইট কথাটা কেন বলছি? স্ট্যাটিক সাইটে সার্ভার সাইড কোনো কোড থাকছে না, পিওর এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সাইটটা তৈরি করছেন, আর দেখাচ্ছেন। কারণ ডাটাবেজ স্টোর করার মতো কোনো জায়গা আমরা পাচ্ছি না।

আপনি HTML, CSS, JavaScript দিয়ে একটা অপূর্ব কাজ করে ফেলেছেন। সেটা ছড়িয়ে দেবার জন্য Github-এ একটা রেপোযিটরিও করে ফেলেছেন এবং সেখানে আপলোডও করে দিয়েছেন। লোকজন এখন চাইলেই আপনার রোপোযিটরিটা ফর্ক করতে পারছেন, ক্লোন করতে পারছেন, ডাউনলোডও করতে পারছেন। কিন্তু একটা ব্যাপারে ঠিক মন ভরছে না – যদি কাজটার একটা ডেমো দেখানো যেত অনলাইনেই? তাহলে তো সোনায় সোহাগা হতো।

আমরা এখানে জানবো: কিভাবে গিটহাবে একটা স্ট্যাটিক ডেমো সাইট তৈরি করা যায়।

একটু বলে রাখি, বারবার স্ট্যাটিক সাইট কথাটা কেন বলছি? স্ট্যাটিক সাইটে সার্ভার সাইড কোনো কোড থাকছে না, পিওর এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সাইটটা তৈরি করছেন, আর দেখাচ্ছেন। কারণ ডাটাবেজ স্টোর করার মতো কোনো জায়গা আমরা পাচ্ছি না।

যা যা জানা থাকা লাগবে

অন্তত একটা HTML ফাইল বানানো জানা লাগবে। এছাড়া, যখন যা জানার দরকার পড়বে, একটু ঢু মেরে সেটা জেনে নিলেই চলবে।

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version