২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমকলামকোড স্নিপেট: পাবলিক আইপি ঠিকানা ফিল্টার করে কন্টেন্ট দেখান

কোড স্নিপেট: পাবলিক আইপি ঠিকানা ফিল্টার করে কন্টেন্ট দেখান

কেউ একজন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদিত হবার পর, নিজেদের সাইটে সক্রিয় করেছেন। কিন্তু তিনদিনের মাথায় ‘ইনভ্যালিড ক্লিক’-এর কারণে তাঁর অ্যাকাউন্টটা আজীবনের জন্য রহিত (ব্যান) হয়ে যায়। কারণ হিসেবে তাঁরা যা আন্দাজ করছেন যে, হয়তো নিজেদের একই পাবলিক আইপি ঠিকানা থেকে একাধিক ক্লিকই হয়তো তাঁদের অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। এটা হতে পারে, যখন একই ইন্টারনেট সংযোগ ব্যবহার করে একাধিক কম্পিউটার দিয়ে একাধিক ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করেন। তখন গুগল ঐ ব্যক্তিদের ক্লিককে সেই ব্যক্তিরই ক্লিক বলে ধরে নেবে, যিনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করেছেন – সোজা বাংলায় তিনি [নিজে না করলেও ঘটনাটা এরকম দাঁড়াবে] নিজেই নিজের বিজ্ঞাপনে ক্লিক করেছেন।

আচ্ছা, এটা একটা ঘটনা হতে পারে, কিন্তু এরকম অনেক ঘটনাই দেখা দিতে পারে, যখন আপনি কোনো কোনো কন্টেন্ট নির্দিষ্ট কিছু আইপি ঠিকানার ব্যবহারকারীদের দেখাতে চান না। এই কোড স্নিপেটটি (তাবিজ!  ) আপনাকে রক্ষা করবে ইনশাল্লাহ:

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments