১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিজনেসখবরওয়ার্ডপ্রেসে ব্যবহারবিধি

ওয়ার্ডপ্রেসে ব্যবহারবিধি

  • থিমের জন্য: আপনি ফাংশন দুটোকে থিমের functions.php-তে বসিয়ে নিয়ে থিমের সর্বত্র ব্যবহার করতে পারবেন।
  • প্লাগইনের জন্য: আপনি ফাংশন দুটোকে প্লাগইনের যেকোনো ফাইলে বসিয়ে নিয়ে প্লাগইন এমনকি থিমের সর্বত্র ব্যবহার করতে পারবেন।

পিএইচপি দিয়ে আইপি ট্র্যাক করার ফাংশনের বহু সংস্করণ আছে, আমি আসলে এই ফাংশনটাকে অধিকাংশ সময় কার্যকরী পেয়েছি (মাঝে মাঝে অবশ্য ব্যর্থও হয়)। আর, এরই সাথে আরেকটা ফাংশন বানিয়ে নিয়েছি যার ভিতরে অ্যারে আকারে আমরা যেসব আইপি বাধা দিতে চাচ্ছি সেগুলো উল্লেখ করে দিয়েছি (একটি থাকলে একটি, একাধিক হলে একাধিক)। ফাংশনটি বাধা দেয়া (ব্লক করা) এক/একাধিক আইপি ঠিকানার মধ্যে ভিযিটকারীর আইপি ঠিকানা মিলিয়ে দেখবে, যদি মিলে যায়, তাহলে false রিটার্ন করবে, আর না মিললে উল্টোটা।

আর ফাংশনটা এভাবে ব্যবহার করা যাবে:

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments