২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমদেশঈশ্বরদী গ্রিডে আগুন: বিদ্যুৎহীন ছিল ১৭ জেলা

ঈশ্বরদী গ্রিডে আগুন: বিদ্যুৎহীন ছিল ১৭ জেলা

জাতীয় গ্রিডের ঈশ্বরদীতে কেন্দ্রে একটি ফিডারে আগুন লেগে কুষ্টিয়ার ভেড়ামারা গ্রেড ট্রিপ করে। এর ফলে খুলনা অঞ্চলের ১৭টি জেলা মুহূর্তের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় সোয়া এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুলনা বিদ্যুৎ বিভাগের এরিয়া লোড ডেসপাস সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। এ সমস্যার কারণে খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, পিরোজপুর, রাজবাড়ীর পাংশা বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাত ১০টা ৫২ মিনিটে এ সমস্যা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হয় রাত ১২টা ৩ মিনিটে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান  জানান, গ্রিড ফেল করায় এই বিভ্রাট হয়। যা দ্রুত সমাধানও করা হয়। ঈশ্বরদীতে গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় খুলনা বিভাগের ১০ জেলা বিদ্যুৎহীন ছিল বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments