হোম বিজনেস অ্যাডমিন প্যানেলে নিজস্ব $wp_query’র জন্য পেজিনেশন

অ্যাডমিন প্যানেলে নিজস্ব $wp_query’র জন্য পেজিনেশন

অ্যাডমিন প্যানেলে একটা পাতায় (menu_page কিংবা submenu_page হতে পারে) একটা WP_Query() চালিয়ে কিছু তথ্য নিয়ে এসেছি। টেবিল আকারে তথ্যগুলো দেখিয়েছিও। এবং পেজিনেশনও করেছি। কিন্তু লক্ষ করলাম, পেজিনেশন কাজ করছে না। অনুসন্ধান করে দেখলাম Christine Cooper-ও একই সমস্যায় পড়েছিলেন এবং তিনি একটা সমাধানও বের করেছেন Milo’র পরামর্শকে কাজে লাগিয়ে। সমাধানটা দারুণ, এবং আমার সমস্যারও সমাধান দিলো। কিন্তু আরো কিছু বিষয়ের দরকার হয়ে পড়েছিল, তাই আমি সেটাতে আরো কাজ করে আপনাদের জন্য হাজির করলাম একটু গোছানো একটা সমাধান হিসেবে। আপনারা এটাকে আরো গুছিয়ে নিতে পারেন নিজের মতো করে।

Print Friendly, PDF & Email

কোন মন্তব্য নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Exit mobile version