১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমবিনোদনখুফিয়া দিয়ে বলিউডে যাত্রা শুরু বাঁধনের

খুফিয়া দিয়ে বলিউডে যাত্রা শুরু বাঁধনের

বিশ্বের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। একইসাথে খুফিয়া দিয়ে বলিউডে যাত্রা শুরু হলো এ অভিনেত্রীর।

খুফিয়া নির্মাণ করেছেন বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজ নেটফ্লিক্সের জন্য।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, খুফিয়া নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নো হোয়ার’ অবলম্বনে, যেখানে গল্পের প্রয়োজনে বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।

সোমবার ৪৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে ‘নেটফ্লিক্স ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে। সিনেমার আরও গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রকে দেখানো হয়েছে টিজারে।

 দেখা গেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে ধীরপায়ে আগুনের দিকে হেঁটে আসছেন বাঁধন।

টিজারটি প্রকাশের পর বাঁধনের গ্ল্যামারলুক প্রশংসা ছড়িয়ে পড়ছে এবং খুফিয়া দিয়ে বলিউডে যাত্রা শুরু হলো বাঁধনের। সিনেমায় মূল চরিত্রে আছেন টাবু, আরও আছেন, আলী ফজলসহ অন্যরা।

খুফিয়া নির্মাতা বিশাল ভরদ্বাজ জানান সিনেমাটি নিয়ে তিনি রোমাঞ্চিত। সিনেমাটির বেশিরভাগ শুটিং করা হয়েছে দিল্লিতে, বাকি শুটিং করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

তারিখ না জানালেও নেটফ্লিক্সে বলেছে, শিগগিরই মুক্তি পাবে খুফিয়া।

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments