২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

ঘটমান সংবাদ এ স্বাগতম।  সাথেই থাকুন।
হোমজাতীয়স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ফের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্তি বাতিলের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ফের সায়েন্সল্যাব নীলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ (২৩ অক্টোবর) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে সাইন্সল্যাব মোড় অবরোধ করে তাদের দাবি সম্পর্কে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে এই এলাকার আশেপাশে তীব্র যানজট তৈরি হয়েছে।

স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন,  তাদের এই দাবি যৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সাথে নানাভাবে বৈষম্য করছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় অধিভুক্ত এই সাত কলেজ তাদের সাথে না থাকুক। তাই সাত কলেজের শিক্ষার্থীদের দাবি অতি দ্রুত একটি কমিশন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য, গত সোমবার (২১ অক্টোবর ) স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ।

আরও পড়ুন: কি ঘটছে বঙ্গভবনে?

- Advertisment -

সর্বশেষ খবর

Recent Comments